বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় ভাই নির্বাচনী বিজয় উদযাপন করতে গিয়ে মো. নাসিম মিয়া ( ৪৮) নামে এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিম মিয়া জাঙ্গাল গ্রামের মৃত আম্বর আলীর ছেলে।
মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহ- সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়া জানান, নাসিমের চাচাতো ভাই মনিরুল ইসলাম ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পদে জয়লাভ করেন। বৃহস্পতিবার বিকেলে ফলাফল ঘোষণা শেষে নাসিমসহ অন্যান্যরা মিষ্টি বিতরণ করতে থাকেন। এরই মধ্যে নাসিম বুকে ব্যথা অনুভব করলে মিষ্টি বিতরণ না করে বাড়িতে চলে আসেন। পরে বেশও অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপ- সহকারি মেডিকেল অফিসার সজীব দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে পড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া রোগী মনে হয় আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮