বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ফুটবল উন্মাদনায় যোগ হলো ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা। বুধবার দলটির সমর্থকরা প্রিয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে র্যালি বের করে। এর আগে তারা ‘ব্রাহ্মণবাড়িয়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রæপ হলে একত্রিত হন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে ব্রাজিল দলের জার্সি পড়া সমর্থকেরা মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে বের হয়। এ সময় আরো কয়েকশ’ সমর্থক পায়ে হেঁটে এতে অংশ নেয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত লোকজন করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া জহিরুল ইসলাম জুম্মান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল শুরু হলে আমরা সবাই বেশ উজ্জীবিত হই। ব্রাজিল দল হচ্ছে একটা নান্দনিক ও শৈল্পিক ফুটবল দল। আমরা একটু আনন্দ করার জন্য একত্রিত হয়েছি। আমরা আশা করি এবারের আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’আরেক ব্রাজিল সমর্থক জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, ‘প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা ব্রাজিল সমর্থকরা এখানে জড়ো হয়েছি দলটির প্রতি শুভকামনা জানাতে। আশাকরি এবার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।’ব্রাজিল সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, ‘ব্রাজিল দলের প্রতিটি খেলোয়াড় একেকজন তারকা।
তারা পৃথিবীর বিভিন্ন দেশের নামী দামি ক্লাবে খেলে থাকেন। ছোট বেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। আশা করি এবারের চ্যাম্পিয়ন ট্রফি শোভা পাবে নেইমারের হাতে।শোভাযাত্রার অন্যতম আয়োজক মো. বাহাদুর আলম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমরা সবাই যোগাযোগ করে এই আনন্দ র্যালির আয়োজন করেছি।’ দলটি এবার চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ আশা ব্যক্ত করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রাজিল মানেই একটি অনুভ‚তি ও ভালোবাসার নাম।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০