জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত গরীব ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২২ ইং) সকাল সাড়ে নয়টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)/জোনের দায়িত্বপূর্ণ পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রায় শতাধিক এতিম, অসহায় এবং গরীব ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ আব্দুল হাই, জোনের সুবেদার মেজর সহ অন্যান্য সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫