মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বিলুপ্ত প্রায় একটি বন্য উল্লুক ও বানরসহ হাদিসুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দিন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা এসময়। এসময় তার কাছ থেকে বিলুপ্তপ্রায় একটি উল্লুক ও একটি বানর উদ্ধার করা হয়। পরে দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তির নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮