আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্র্যাটিক দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিলেন ন্যান্সি।
বিবিসি জানিয়েছে, কংগ্রেসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হয়ে পেলোসির প্রতিনিধিত্ব অব্যাহত থাকবে। পেলোসি এক বিবৃতিতে বলেছেন, কখনো ভাবিনি একজন সাধারণ গৃহিণী থেকে প্রতিনিধি পরিষদের স্পিকার হয়ে উঠব। পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে পুনর্নির্বাচিত হতে চাই না। এখন ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রজন্মের নেতৃত্বে চলার সময় এসেছে।
এবার প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা নিউইয়র্কের কংগ্রেস সদস্য হাকিম জেফরিস গতে পারেন। তিনি সত্যি সত্যিই নেতা হলে মার্কিন কংগ্রেসে কোনো দলকে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নেতৃত্ব দেবেন। অবশ্য নতুন কংগ্রেস শুরু না হওয়া পর্যন্ত ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ন্যান্সি।
সূত্র: বিবিসি।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১