আন্তর্জাতিক ডেস্ক : হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরির দাবি করেছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। এই মিসাইল শত্রুর সব ধরনের রাডার ভেদ করতে সক্ষম বলেও দাবি করেছে দেশটি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এই দাবি করেছেন।
তিনি জানান, “এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।”
শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক মিসাইল তবে ইরানের এই মিসাইলের গতি কতটা তা স্পষ্টভাবে এখনও জানা যায়নি।
জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, “উচ্চ গতির কারণে এই মিসাইল যেকোনও প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই মিসাইল ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে।”
তবে, ইরান এই মিসাইলের পরীক্ষা চালিয়েছে- সুস্পষ্টভাবে এমন কোনও খবর গণমাধ্যমে দেখা যায়নি। সুতরাং ইরানের এই মিসাইল শত্রুর সব ধরনের রাডার ভেদ করতে পারবে কি না- তা নিয়ে এখনই স্পষ্ট করে বলার মতো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ইরানের অস্ত্র কার্যক্রমের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। তারপরও দেশটি সামরিক খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। গত সপ্তাহে ইরান জানিয়েছে, তারা কায়েম-১০০ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে ৮০ কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে। সূত্র: রয়টার্স, ফক্সনিউজ, ডেইলি মেইল, টাইমস অব ইসরায়েল, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালে, সিবিএসনিউজ
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩