আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সরকার প্রকাশ্যে যা স্বীকার করেছিল ব্রিটিশ সেনা অভিযানে তার তুলনায় অন্তত চারগুণ বেশি আফগান শিশু নিহত হয়েছে। মৃত্যুর জন্য দেওয়া ক্ষতিপূরণের সূত্রে এ কথা জানা গেছে। সরকার ১৬ নিহত শিশুর কথা বললেও প্রকৃতপক্ষে ৬৪টি শিশুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এরা ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে যুক্তরাজ্যের বাহিনীর লড়াইয়ের সময় নিহত হয়েছিল।
নতুন পরিসংখ্যানটি পাওয়া গেছে দাতব্য প্রতিষ্ঠান অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স (এওএভি) এর করা তথ্য অধিকারের আবেদন থেকে। তালিকা অনুযায়ী ওই শিশুদের মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে ছিল বিমান থেকে চালানো হামলা এবং দুইপক্ষের গোলাগুলির মধ্যে আটকা পড়া। এওএভি-র ধারণা, ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক লোকজনের মৃত্যুর ঘোষিত সংখ্যা প্রকৃত ঘটনার তুলনায় কম।
রেকর্ড করা ঘটনায়ও প্রকৃতপক্ষে নিহত শিশুর সংখ্যা ১৩৫ জনের মতো হতে পারে। কারণ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিতে কিছু মৃত্যুকে শুধুমাত্র অমুকের ‘ছেলেরা’ বা ‘মেয়েরা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। নিহত শিশুর বয়স এবং কী পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তা সবসময় অন্তর্ভুক্ত করা হয়নি। ব্রিটিশদের কাছে করা ৮৮১ বেসামরিক প্রাণহানির দাবির অধিকাংশই প্রত্যাখ্যান করা হয়েছে। মাত্র এক-চতুর্থাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ পেওয়া হয়েছে। ক্ষতিপূরণের যেসব দাবি সফল হয়েছে তার মধ্যে একই পরিবারের আট সদস্যের নিহত হওয়ার ঘটনা রয়েছে। তারা ২০০৯ সালের মে মাসে হেলমান্দ প্রদেশের একটি গ্রামে পশ্চিমা জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়।
একজন ব্যক্তি তার ভাগ্নে, ভাগ্নের দুই স্ত্রী এবং তাদের পাঁচ সন্তানের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়েছিলেন। তার দাবি নিষ্পত্তি করতে ১৪৪ দিন লাগে। এজন্য তাকে ৭ হাজার ২শ ৫ পাউন্ড (বর্তমান বিনিময় হারে ৮ হাজার ২শ ৬০ ডলার) ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। ২০০৬-১৪ সালের মধ্যে ২৮৯ আফগান বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য ব্রিটিশ সরকার মোট ৬ লাখ ৮৮ হাজার পাউন্ড ক্ষতিপূরণ পরিশোধ করেছে। সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১