চলতি বছর এখানকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বারি-৮ টমেটোর ফলন হয়েছে খুবই ভালো, ৩বিঘার প্রজেক্টটিতে জমি তৈরি, মালচিং, চারা ক্রয় ও রোপণ সহ আন্তঃপরিচর্যা বাবদ খরচ হয়েছে প্রায় ২লক্ষ ৬০ হাজার টাকা, আর গাছে যে পরিমাণ ফলন আছে সবকিছু ঠিকঠাক থাকলে এতে প্রায় ৫ লক্ষ টাকার টমেটো বিক্রির আশা করছে তারা। ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে গাছের কিছুটা ক্ষতি হওয়ায় এবছর লাভের পরিমাণ কিছুটা কম হবে বলে মনে করছেন তারা । এ ফসলটি উচ্চ ফলনশীল, আগাম জাতের ও সাইজে বড় হওয়ায় ভালো মূল্যে জমি থেকে পাইকাররা এসে তা নিয়ে যাচ্ছে, এব্যাপারে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে আরো বড় ধরনের কৃষি প্রজেক্ট করার ইচ্ছে রয়েছে বলে জানান তারা। তাদের মতে কোনো জমি খালি না রেখে, যেখানে যে ধরনের ফসল হয় সেখানে তা সবাইকে আবাদ করার চেষ্টা করতে বলেন তারা।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০