আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে আখ্যায়িত করেছেন দেশটির আরেক বিরোধী দলের নেতা মাওলানা ফজলুর রহমান।
মাওলানা ফজলুর রহমান বলেন, প্রথম দিকে আমি ওয়াজিরাবাদে লংমার্চে হামলার কথা শুনে ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে— এটি একটি নাটক ছিল। এ কারণেই পিডিএমপ্রধান গত ৩ নভেম্বর পিটিআইয়ের লংমার্চে হামলার ‘সঠিক তদন্ত’ করার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪