মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সুষ্ঠধারার রাজনৈতিক কার্মকান্ডে অংশ হিসাবে জয়পুরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে এইচ এস সি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জয়পুরহাট সরকারী মহিলা কলেজ গেইটে এইচএসসি পরিক্ষায় অংশগ্রনকারী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা।
এ সময় জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগ নেতা বায়জিদ হোসেন, হাবিবুর রহমান ইমন ও আহসান হাবিব সহ ছাত্রীলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরনের মধ্যে ছিলো ফাইল স্কেল, কলম, কলম বক্স ও একটি করে গোলাপ ফুল।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯