আন্তর্জাতিক ডেস্ক : মোবাইলে কথা বলতে বলতে রাস্তার দিয়ে হাঁটছিলেন এক নারী। আচমকা বাইকে করে আসা দুই ব্যক্তি ওই নারীর মোবাইল নিয়ে পালিয়ে গেছে। সিসিটিভিতে ধরা পড়েছে ভারতের উত্তর-মধ্য দিল্লির গুলাবি বাগের পুরো ঘটনা। এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তদের এখনো আটক করতে পারেনি পুলিশ।
১২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোবাইল ছিনতাইয়ের পর ওই নারী বাইক আরোহীদের পেছনে ধাওয়া করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। কাছেই ছিলেন একজন নিরাপত্তারক্ষী। তাকে পুরো ঘটনা জানান।
যদিও তিনিও কিছু করতে পারেননি। দিল্লির পথে মোবাইল বা ব্যাগ ছিনতাই নতুন ঘটনা নয়। গত সেপ্টেম্বরে দিল্লির বদরপুরে এক নারীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে এক নাবালক দুষ্কৃতি। নারী তার টিশার্ট ধরে টান মারতেই পালিয়ে যায় সে। রক্ষা পায় মোবাইলটি। সেই ঘটনার ফুটেজও ভাইরাল হয়েছিল।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪