রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : চাকুরী জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামে গ্রাম পুলিশদের মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে পাঁচ শতাধিক গ্রাম পুলিশ ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির মহাসচিব এমএ নাছের, সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, সরকার আমাদের বাহিনীর মর্যাদা, ইউনিফর্ম, পোষাক, গেজেট প্রকাশ করলেও চাকুরী জাতীয়করণে কেন উদাসীন? বর্তমানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্দ্ধগতিতে এই সামান্য বেতনে জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়েছে। অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাই আমরা অবিলম্বে চাকুরী জাতীয়করণের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪