বিনোদন ডেস্ক : নায়িকাদের বিভিন্ন লুকে ধরা দিতে হয় দর্শকদের সামনে। ক্যামেরার সামনে নিজেদের নিখুঁত দেখাতে অফুরান চেষ্টা করতে হয় তাদের। এ কারণে নায়িকা ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। নাক, চোখ ও মুখের আকৃতিতে পরিবর্তন আনা লাগে। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফও বারবার চেহারায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন। নতুন লুকে ক্যাটরিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সম্প্রতি নতুন লুকে ছবির প্রচারে ধরা দেওয়ার পর তাকে নিয়ে এ সমালোচনা হচ্ছে।
এ মুহূর্তে ক্যাটরিনা ব্যস্ত তার আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর প্রচারে। তাই ‘বিগ বস’ হাউসে এসেছিলেন ছবির প্রচার করতে। সেখানে ভিকি ঘরণীকে দেখে দর্শক আর চুপ থাকতে পারলেন না। প্রচুর অনুরাগীর নানা রকমের মন্তব্য। একজন লিখেছেন— এতবার অস্ত্রোপচার করিয়েছেন আর কেমন দেখতে লাগবে তাকে। কেউ লিখেছেন— নায়িকারা কেন এমন অস্ত্রোপচার করান। অনেকের আবার বক্তব্য— এসব করিয়ে ক্যাটরিনা নিজের সুন্দর মুখটা নষ্ট করে ফেলেছেন।
তবে এসব বিষয়ে চুপ থেকেছেন ক্যাটরিনা।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮