ডেস্ক নিউজ : রোববার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-থাইল্যান্ডের কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং ই-বুকের উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব এবং থাইল্যান্ডের সচিব সারুন চারুয়েনসুয়ান।
এ সময় দুই বন্ধু রাষ্ট্রের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মরণ করে তারা বলেন, উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে চলবে ঢাকা-ব্যাংকক। এ সময় পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টার পরও মিয়ানমার তাদের রোহিঙ্গার জনগোষ্ঠীর একজনকেও ফেরত নেয়নি। রোহিঙ্গা প্রত্যাবাসনে থ্যাইল্যান্ডকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮