এম সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিং এর মুল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় থানা চত্বর থেকে রেলি বের হয়ে নবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।
পরে নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: মোঃ মোশারফ হোসেন, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, বিপ্লব কুমার সহ অনেকে বক্তব্য রাখেন। ওই সময় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪