মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আইজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে আইনজীবী ভবন চত্ত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ সময় জেলা ও দায়রা জজ নূর ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নূরে আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা জজ আদালতে সরকারী কৌশলী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি), জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্যের সহধর্মীনী মেহের নিগার শিউলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহানুর রহমান শাহিন সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। শেষে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংসৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮