ডেস্কনিউজঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দেশের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ওই এলাকাগুলোতে এখনও বিদ্যুৎ আসেনি। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, বুধবারের মধ্যে সব বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপন করা হবে।
জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৯৪ লাখ গ্রাহক ঘূর্ণিঝড়ের রাত (সোমবার) থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বুধবার সকাল পর্যন্ত অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হলেও অনেক জায়গায় এখনও বিদ্যুৎ ফেরেনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার বলেছিলেন, বুধবারের (২৬ অক্টোবর) মধ্যে সব বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, গাছ পড়ে এবং বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। বাকি সংযোগও দ্রুত দেওয়ার জন্য কাজ চলছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আমাদের আওতায় থাকা ৯৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বুধবার সকাল পর্যন্ত মোট ৮০ লাখ গ্রাহকের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি ১৪ লাখ গ্রাহকের সংযোগও দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হচ্ছে।
কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২/ রাত ৯.১২