নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না, যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, এবং জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় জেকে বসেছে শীত। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। বুধবার (২৪ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ১ ডিগ্রি নিম্নমুখী। বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা হামিদুর রহমান জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম।
ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। শীতের এ সময়টাতে যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাদের অনেকেই বিপাকে পড়ছেন। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক, মোটরসাইকেল বা সাইকেলে যারা চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। তাই সরকার ও বিত্তশালীদের প্রতি তারা শীতবস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন।
কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮