স্পোর্টস ডেস্ক : জিতলে মূলপর্ব, হারলে বিদায়- এই সমীকরণ মাথায় নিয়ে মুখোমুখি হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। হোবার্টে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয়েছে ক্যারিবীয়রা। উইন্ডিজের ইনিংসটাকে একাই টেনেছেন চারে নামা ব্রেন্ডন কিং। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি।
তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ওপেনার জনসন চার্লস। শেষ দিকে ১২ বলে ১৯ রানের জোড়ো ইনিংস খেলেছেন ওডিন স্মিথ। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে এসেছে ১৩ রান। দুর্দান্ত বোলিং করেছেন আইরিশ তারকা গ্যারেথ ডেলানি।
৪ ওভারে মাত্র ১৬ দিয়েছেন, শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া ব্যারি ম্যাকার্থি ও সিমি সিং একটি করে উইকেট পেয়েছেন। আজ ১৪৭ রান করতে পারলেই বিশ্বকাপের মূলপর্বে উঠে যাবে আইরিশরা, আর বিদায় নেবে উইন্ডিজ।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০