মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জ্জন দিতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ দুই কিশোর জয়পুরহাট শহরের স্টেশন রেডের পরেশ রজকের ছেলে প্রত্যয় ঘোষ (১৬) ও শান্তিনগর মহল্লার বিশ্বনাথ বাশফোর এর ছেলে সঞ্জিত কুমার (২০)।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ছোট যমুনা নদীতে পুরাতন কালি প্রতিমা বিসর্জন দিতে যায় নিখোঁজ প্রত্যয় ও সঞ্জিত। তারা ঢোল বাজানোর সময় নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নদীতে খোঁজ করেও তাদের উদ্ধার করতে পারেনি। তারেদকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরির দল রওনা হয়েছে। নিখোঁজ প্রত্যয় ঘোষ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং সঞ্জিত কুমার জয়পুরহাট সরকারী কলেজে অনার্স পথম বর্ষের ছাত্র।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫