শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তরিকুল ইসলাম মিলন সভাপতি নির্বাচিত হয়েছেন। তরিকুল ইসলাম মিলন উলাশী গ্রামের আব্বাস আলীর ছেলে ও উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। নব নির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম মিলন জানান, গত ১১ অক্টোবর উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্যদের ভোট হয়।
ভোটে ৫জন অভিভাবক সদস্যদের মধ্যে তার পক্ষের ৩ জন সদস্য নির্বাচিত হয়। এরপর ১৮ অক্টোবর দুপুরে অভিভাবক ও স্কুলের শিক্ষক প্রতিনিধিদের ভোটে সে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দিতা করেন স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি জিয়ারুর হোসেন দুলদুল।সে পান ২ টিভোট।
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধরী উপস্থিত থেকে গোপন ভোটের মাধ্যমে এ ফলাফল ঘোষনা করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মুনছুর আলসিহ সকল শিক্ষক ও অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯