স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাসের মত। এর আগে দুঃসংবাদ পেল পর্তুগাল। চোটে পড়ে বিশ্বকাপ মিস করবেন লিভারপুলে খেলা পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। সুস্থ হতে তাঁর বেশ লম্বা সময় লাগবে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
গত পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে আঘাত পান জোতা। ব্যথা এতটাই গুরুতর ছিল যে, স্ট্রেচারে করে মাঠে ছাড়তে হয় তাকে। জোতার চোট নিয়ে ক্লপ বলেছেন,’তা চোট গুরুতর, সে কাফ মাসেলে আঘাত পেয়েছে। আমাদের, পর্তুগাল ও তাঁর জন্য এটা দুঃখের খবর। সে বিশ্বকাপ মিস করতে যাচ্ছে। ‘
আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ‘এইচ’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ঘানা, দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে। জোতা না থাকায় আক্রমণভাগে শক্তি কমে গেল পর্তুগালের।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০