বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় রবিবার সকালে তেলবাহী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, উপজেলার বৈশামুড়া এলাকার মোশকু মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৪৮)।,
সরাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয় তেলবাহী লরি। এতে অটোরিকশায় থাকা এর চালক নিহত হন। অটোরিকশায় আর কোনো যাত্রী ছিলেন। লরি ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪