বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না- বিএনপি মহাসচিবের এ বক্তব্যকে তাদের (বিএনপির) বোধদয় বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি। সোমবার সকালে আখাউড়ায় দুর্গাপূজা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
শ্রী শ্রী রাধামাধব আখড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধামাধব আখড়ার নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, যুবলীগের যুগ্ম -আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। পূজা পালনে সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮