ডেস্ক নিউজ : এদিকে আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার। সুপার ১২ থেকে যে ৮টি দল বাদ পড়বে, তাদের প্রত্যেক দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে। এ ছাড়াও সুপার টোয়েলভে প্রতি ম্যাচ জেতার জন্য ৪০ হাজার ডলার করে পাবে প্রতিটি দল। যার মানে বিশ্বকাপে কোনো দল একটি ম্যাচ না জিততে পারলেও ৭০ হাজার ডলার নিয়ে ঘরে ফিরবে।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এবার প্রথমপর্ব খেলতে হবে না। সেরা আট দলের মধ্যে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টোয়েলভে নামবে টাইগাররা। ফলে সাকিবের দল যদি বিশ্বকাপে কোনো ম্যাচ না-ও জিততে পারে, তবুও ৭০ হাজার ডলার নিয়ে ঘরে ফিরবে। আর প্রতি ম্যাচ জিতলে পাবে অরও ৪০ হাজার ডলার করে।
আর সুপার টোয়েলভে একটি ম্যাচও জিততে পারলে কোটি টাকার বেশি (১ কোটি ১০ লাখ) নিয়ে ঘরে ফিরতে পারবে দলগুলো। এদিকে সুপার ১২-তে ওঠার আগে প্রথম রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও ৪০ হাজার ডলার পাবে দলগুলো। যার মানে, কোনো দল যদি প্রথম রাউন্ডে কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তারাও পাবে ৪০ হাজার ডলার।
এরই মধ্যে সুপার ১২-এর আটটি দল এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের স্পট নিশ্চিত করেছে। সেই ৮টি দল হচ্ছে: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আর অন্য ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। এখান থেকে ৪ দল যোগ দেবে সুপার ১২-তে।
বাকি আট দলের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই আট দলের মধ্যে চারটি দল পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮