জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যােগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কেককাটার মধ্যদিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২২ইং) সকালের দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় হতে এক আনন্দ মিছিল বের হয়ে শুভ শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন স্লোগানে দলীয় নেতা কর্মীরা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে প্রধান মন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় জেলা আ,লীগের সহ- সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা।
এসময় পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে।
অন্যান্যের মাঝে পৌর আওয়ামী লীগের সভাপতি মো:জাবেদ জেলা আ,লীগের দপ্তর সম্পাদক চন্দ্র কুমার দে, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,, যুবমহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোলমডেল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে তার হাত ধরে। জীবনে অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে আজ বিশ্বের অন্যতম দূরদর্শী নেতা শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনা করছেন তিনি।
বক্তারা আরো বলেন আগামী নির্বাচনে বিএনপি’র সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮