জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে স্বল্পমূল্যে মানসম্মত খাবারের নিশ্চয়তা নিশ্চিত করা, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে আবাসন সংকট নিরসন, প্রতি হলে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, সমস্ত প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, ফলাফল জট কমানো, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাসের সংখ্যা এবং ট্রিপসংখ্যা বৃদ্ধি, সকল শিক্ষার্থীকে ইন্টারনেট সুবিধার আওতায় নিয়ে আসার জন্য ইমেইল আইডির বিপরীতে ওয়ারলেস ব্যান্ডউইথের ব্যবস্থা করা সহ ৩০দফা দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ ২৭ সেপ্টেম্বর (২০২২) মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অফিস সংলগ্ন কনফারেন্স লাউঞ্জে ৩০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঢাবি ভিসি অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এর আগে দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হয়। সেখান থেকে বিকেল চারটায় বিশাল মিছিল নিয়ে উপাচার্য অফিসে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান,প্রক্টর অধ্যাপক ডঃ একেএম গোলাম রব্বানী সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৫