বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,সৈকত গূহ পিকলু,আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।সভায় গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের আইন শৃংখলা রক্ষায় সর্বতভাবে প্রত্যয় ব্যক্ত করেন।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮