ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জলবায়ুর প্রভাব মোকাবিলায় আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী দখলকারীরা এতই শক্তিশালী যে, সরকার সব শক্তি দিয়েও তাদের উচ্ছেদ করতে পারছে না। নদী দখল ও দূষণকারীদের হাত থেকে উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্য ও জনপ্রতিনিধিদের নদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান। বক্তৃতা করেন নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি ড. এসএম শফিকুল ইসলাম কানু, ফেডরিক মুকুল বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, রফিকুল আলম, রফিক মোল্লা প্রমুখ।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৪