ডেস্ক নিউজ : বেশ কিছুদিন ধরেই জুভেন্তাসের ফরাসি তারকা পল পগবার সঙ্গে তার ভাই ম্যাথিয়াস পগবার তুমুল দ্বন্দ্ব চলছিল। একাধিকবার উভয়েই সোশ্যাল সাইটে এসে উভয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। পলকে ‘কাপুরুষ’, ‘বিশ্বাসঘাতক’ ও ‘ভণ্ড’ উল্লেখ করে গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন তার ভাই ম্যাথিয়াস। কিন্তু তার আগেই পলের অভিযোগে ম্যথিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসি স্পোর্টস আরো জানিয়েছে, গত ১৬ জুলাই একটি অভিযোগ দিয়েছিলেন পল পগবা। তিনি তাতে দাবি করেন, তার কাছ থেকে ১৩ মিলিয়ন ইউরো চাঁদা দাবি করা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে চলতি মাসের শুরুর দিকে ফরাসি প্রসিকিউটররা একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেন। ফ্রান্সের বিচার বিভাগীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের জন্য আরো চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪২