ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের ভাষায় কথা বলছে। নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার দায় তাদের নয়, তা হলে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? এটাও তাদের বুঝতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জিএম কাদের আরো বলেন, নির্বাচন কমিশন যদি বুঝতে পারে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না তবে তারা দায়িত্ব থেকে সরেও দাড়াঁতে পারে।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪