ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলন থেমে নেই। গত মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছে তা চলছে, চলবে। এরপর সারা দেশজুড়ে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে মহানগর দক্ষিণের এক নম্বর জোন আয়োজিত প্রথম সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভেবেছিলাম আমাদের তিস্তা পানি বণ্টন চুক্তির সমাধান হবে, অভিন্ন নদীর পানির হিৎসা আমরা পাব, সীমান্তে হত্যা বন্ধ হবে। আমাদের যে বাণিজ্যে ব্যবধান আছে সেই ব্যবধানগুলো কমে আসবে। আমাদের আরো সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রী নিয়ে আসতে পারবেন এবং তারাও সেই আশা করে গিয়েছিলেন যে ভারত সেইগুলো দিয়ে দেবে। কিন্তু তা পূরণ হয়নি।
তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতের সঙ্গেও বন্ধুত্ব চাই। ভারত আমাদের ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল। বিরোধী নেতাকর্মীদের ওপরে পুলিশের গুলি বর্ষণের ঘটনাকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুলনা করে সরকারের এর সমালোচনা করেন তিনি।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক এসকে সিকদার কাদিরের পরিচালনায় সমাবেশে ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের রফিকুল আলম মজনু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।