ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটবাসির পক্ষে মোঃ আওকাত হুসাইনের সার্বিক তত্বাবধানে মেডিকেল মোড় মুজিব চত্বরে ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ হতে রাত ৮টা পর্যন্ত আর্ন্তজাতিক প্রচারকেন্দ্র ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আফরাজুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুন্নত প্রচার কেন্দ্রের দায়িত্বশিল ব্যক্তি মোঃ মিজানুর রহমান, মোঃ ওমর আলী মাষ্টার, মোঃ মহসিনুর রহমান, মোঃ মতিউর রহমান ফিটুসহ অন্যরা। এছাড়াও ভোলাহাট উপজেলা আঞ্জুমান আল বাইয়্যানাতের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রচার ক্যাম্পিইনে নূও নবীজির সুন্নত মোবারক, কুর্তা, টুপি, পাগড়ি, তিন ফল, যৈতুন ফল, কালোজিরা তেল, য়ৈতুন তেল, কাঠের বাটি, প্লেট, সিরকা, লবণদানীসহ আরো অন্যে সুন্নত মোবারক প্রদর্শন করা হয়।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০