স্পোর্টস ডেস্ক : বুধবার শারজাহে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচটি পাক-ভারত দ্বৈরথের উত্তেজনাকেও হার মানিয়েছে নিশ্চিত। পাকিস্তানের অবিশ্বাস্য, অকল্পনীয় জয় এনে দিয়েছেন দলটির পেসার নাসিম শাহ। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ১১ রান। ফজলহক ফারুকিকে পরপর দুটি ছক্কা হাঁকান নাসিম। চার বল বাকি থাকতে এক উইকেটের মহানাটকীয় জয়ে পাকিস্তান পৌঁছে যায় এশিয়া কাপের ফাইনালে।
আর ফাইনালে পৌঁছে দেওয়ার অস্ত্র সেই ব্যাটটি নিলামে তুলতে চান নাসিম শাহ। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি খরচ করতে চান পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার পেজে নাসিমের ব্যাট নিলামের কথা জানানো হয়েছে। দেশবাসীর পাশে দাঁড়াতেই এ সিদ্ধান্ত নিলেন ১৯ বছরের এই তরুণ পেসার।
যদিও নাসিমের ছক্কা হাঁকানো ব্যাট তার নিজের ছিল না। এটি পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ হাসনাইনের। গত বুধবার আফগানদের বিপক্ষে রান তাড়ায় নাসিমকে ব্যাটটি ধার দেন তিনি। সেই ব্যাট দিয়েই অসাধারণ দুটি ছক্কা হাঁকিয়ে দলকে এশিয়া কাপের ফাইনালে তোলেন নাসিম। পরদিন তাকে ব্যাটটি উপহার দেন হাসনাইন। তখনই সতীর্থকে ধন্যবাদ জানিয়ে বন্যার্তদের সাহায্যার্থে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন নাসিম।
প্রসঙ্গত, পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে এক হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাতে আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ শিশুসহ আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এশিয়া কাপ খেলতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের অনেকেরই গ্রাম ভেসে গেছে বানের পানিতে। লাখো মানুষকে বাস্তুচ্যুত এবং আনুমানিক এক হাজার কোটি ডলারের ক্ষতি করা পাকিস্তানের এবারের এ ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০