বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের পাড় থেকে উচ্ছেদ হওয়া ১৩টি দোকানের মালিকরা তাদেরকে পুনর্বাসন করার কিংবা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এই দাবি জানান।সংবাদ সম্মেলনে উচ্ছেদ হওয়া ১৩টি দোকান মালিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উচ্ছেদ হওয়া দোকান মালিক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এ সময় তিনি জানান, জেলা পরিষদ থেকে টাউন খালের টানবাজার এলাকার ওই জায়গা অস্থায়ী লিজ নিয়ে তারা আধাপাকা ১৩টি দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। জেলা পরিষদ লিজ বাতিল না করলেও ২৭ আগষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেয়।
এলাকাবাসীর দাবির মুখে গত ৫ সেপ্টেম্বর টাউন খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এর আগে টাউল খাল পরিচ্ছন্নতার কাজ করা হয়। পৌর এলাকার মাঝখান দিয়ে বয়ে যাওয়া এ খালে আগের মতো টানবাজার তিতাস নদী থেকে গোকর্ণঘাট তিতাস নদী পর্যন্ত নৌকা চলাচল করবে বলে আশা করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ১.৫০