মিষ্টির গাদ, চিনির সিরায় ও রং দিয়ে তৈরি হচ্ছিল আখের গুড়!
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
৬৯
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিষ্টির গাদ, চিনির সিরা (রস), কাপড়ে দেওয়ার রং মিশিয়ে তৈরি হচ্ছিল আখের গুড়। ব্রাহ্মণবাড়িয়ার এমন একটি প্রতিষ্ঠানে বুধবার দুপুরে হানা দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০ হাজার টাকা জরিমানা করা হয় স্বাস্থ্য সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ওই প্রতিষ্ঠানকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মো. মেহেদী হাসান পৌর এলাকার কালাইশ্রীপাড়ার ‘অশোক ট্রেডার্স’ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রীতম সাহা নামে এক ব্যক্তি নিজ বাড়িতেই এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। অভিযানকারিরা দেখতে পান আখের গুড় উৎপাদনের কথা বলা হলেও সেখানে এ ধরণের কিছুই পাওয়া যায়নি। গুড় বানানোর জন্য মিষ্টির গাদ, চিনির সিরা, কাপড় তৈরির রং ইত্যাদি রাখা হয়েছে টয়লেটের মধ্যে। এ অবস্থায় প্রতিষ্ঠান মালিক প্রীতম সাহাকে জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে থাকা কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, নিজ বাসাতে ভেজাল আখের গুড় প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন প্রীতম সাহা। নামে আখের গুড় হলেও ওই গুড়ে কোন আখের কিছুই নেই। গুড় তৈরির জন্য রাখা মিষ্টির গাদ, চিনির সিরা ও রং জব্দ করে নষ্ট করে ফেলা হয়েছে।