ডেস্কনিউজঃ এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতেছে শ্রীলঙ্কা।
সংযুক্ত আরব আমিরাতের শারজার এ ম্যাচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। জয় পেয়েছিল আফগানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে আফগান বোলিং আক্রমণের সামনে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। জয়ের জন্য ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান বোলারদের দাঁড়াতেই দেননি আফগান ব্যাটসম্যানরা। মাত্র ২ উইকেট খরচ করে ৫৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা।
কিউএনবি/ বিপুল/ ০৩.০৯.২০২২ খ্রিস্টাব্দ রাত ৯.১৬