মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ টাকা কেজি দামে জয়পুরহাটে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজার এলাকায় ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুষী চাকমা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ ওএমএস এর চাল কেজি প্রতি ৩০ টাকা দামে জন প্রতি ৫ কেজি করে বিক্রয় করা হবে বলে জানান জেলা প্রশাসক।
কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৪.০৬