স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে বিপক্ষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে ভারত। ম্যাচটিতে টসে জিতে ভারততে ব্যাটিংয়ে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকত খান। এ ম্যাচটিতে হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এর মাধ্যমে পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির দেখা পেয়েছেন তিনি। কোহলি ৪৪ বল খেলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।
তাছাড়া সুরাইয়া কুমার যাদবও ফিফটি করেছেন। তিনি ২৬ বল খেলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। দলের ওপেনার লোকেশ রাহুল ৩৯ বলে ৩৬ এবং রোহিত শর্মা ১৩ বল খেলে ২১ রান করেন। অন্যদিকে হংকংয়ের হয়ে একটি করে উইকেট তুলে নেন আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার একটি করে উইকেট তুলে নেন। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনে টি ২০ ম্যাচে ৫২ রান করেছিলেন বিরাট কোহলি। এরপর টানা তিনটি ম্যাচে পঞ্চাশের ঘর ছুঁতে পারেননি।
অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ রান করেছিলেন তিনি। এরপর টানা পাঁচটি ম্যাচে সাফল্য পাননি তিনি। আর টেস্টে সর্বশেষ ৫০ রানের ঘর ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ বছরের জানুয়ারীতেই। এরপর টানা চারটি ম্যাচে হাসেনি তার ব্যাট।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫০