জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে রামগড় সীমান্ত দিয়ে আসা প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষুধ জব্দ করেছেন রামগড় ৪৩ বিজিবি। নিয়মিত বিজিবি টহলের অংশ হিসাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এসব ভারতীয় ওষুধ আটক করা হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মহামুনি বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী নদীরকুল কলাবাগন নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১১৯০ প্যাকেট ভর্তি বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের মূল্য ৮ লক্ষ ৩৩ হাজার টাকা। এর আগে শনিবার মহামুনি বিওপির আওতাধীন থানাঘাট নামক সীমান্ত এলাকা হতে ৮০০ প্যাকেট বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষুধ প্রায় ৪ লক্ষ টাকা সহ মোট ১২ লাখ ৩৩ হাজার টাকার মূল্যের আটককৃত ভারতীয় ওষুধ সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রামগড় ৪৩ বিজিবি।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫