মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

মাধবদীতে আ’লীগের সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী :  নরসিংদীর মাধবদী মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রসূল রানা। তিনি বলেন, জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত ২০ আগস্ট মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।কিন্তু একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে বিভিন্ন কলকারখানা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে একটি মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে।যার সাথে আমি ও আমার ইউনিয়ন আ’লীগের আদৌ কোন সম্পৃক্ততা নেই। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের  চেষ্টা করছে। এর মাধ্যমে তারা তাদের কাপুরুষোচিত মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি রাজনৈতিক দেওলিয়াত্বের পরিচয় দিয়েছে। তারা বুঝে গেছে যে তাদের কৃত অপকর্মের কারণে জনগণ তাদের পাশে নেই তাই জনগনের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করে মহিষাশুড়ায় লুটপাটের রাজত্ব কায়েমের ব্যর্থ চেষ্টা করছে।আমি এ ইউনিয়েনের সভাপতির দায়িত্বে থাকাকালীন কোন অবস্থাতেই তাদের অপকর্ম মেনে নেব না তা তারা বুঝতে পেরে গেছে। তাই তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ এনে আমার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করছে। কিন্তুমহিষাশুড়া ইউনিয়নবাসী তাদের এ ষড়যন্ত্র কোন অবস্থাতেই মেনে নেবে না।আতাউর রসূল রানা আরো বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। সেজন্য সঠিক তথ্য জেনে সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য গত ২৫ আগস্ট সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে  মহিষাশুড়া ইউনিয়ন আ’লীগের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাদীর অভিযোগ’শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, ইটভাটা ও মিল ফ্যাক্টরি থেকে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়।এরই পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। জানতে চান চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেছে কিনা?সংবাদে প্রকাশিত উল্লেখিত ভুক্তভোগী হোম টেক্স, কোল্ডস্টোরেজ, বিস্কুট ফ্যাক্টরি, জুটমিল, ইউনিয়ন আ’লীগ ও দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে চাঁদাবাজির কোন প্রকার প্রমাণ পাওয়া যায়নি। ক্লাসিক্যাল হোমটেক্স এর এইচ আর এডমিন মোঃ শাহিন আলম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের টেক্সটাইল থেকে আমাদের কাছে কেউ চাঁদা দাবী করেনি এবং কাউকে চাঁদা দেইওনি। তবে অনুষ্ঠানের একটি দাওয়াতপত্র পেয়েছি।স্কাইল্যান্ড জুটমিলের উপর মহা ব্যাবস্থাপক মোঃ মাসুদ মিয়া, বিস্কুট ফ্যাক্টরি ও কোল্ডস্টোরেজ এর ম্যানেজার বলেন, শোকদিবস উপলক্ষে আমাদের এখান থেকে চাঁদা নেওয়াতো দূরের কথা আতাউর রসুল রানা নামে কাউকে আমরা চিনি না।

মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রোমান প্রধান বলেন ১৫ আগস্টের অনুষ্ঠানে চাঁদাবাজির যে অভিযোগটি উঠেছে তা সত্য নয় কারণ আমরা নিজেরাই টাকা দিয়ে অনুষ্ঠানের খরচ করেছি। কোনো রকমের চাঁদাবাজি হয় নাই। আইন বিষয়ক সম্পাদক শরীফ ভূঁইয়া বলেন আমাদের দলীয় কোন্দলের কারণে ওনার নামে বাজে মন্তব্য কইরা অনেকেই লেখালেখি করতাছে। আমরা দলীয় কোনো নেতাকর্মী ছাড়া অন্য কোথাও টাকার কথা বলি নাই। ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি রুমেল ভূঁইয়ার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।মহিষাশুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এনামুল হক শাহীন বলেন, আমি ইউনিয়ন আ’লীগের সভাপতির চাঁদাবাজির বিষয়টি লোকমুখে শুনেছি। যদি এধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অত্যন্ত দুঃখজনক। আমি এধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ  বলেন, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসূল রানা ভাইয়ের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। যেসকল মিডিয়া একপেশে ও বিতর্কিত সংবাদ প্রকাশ করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit