মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর বেলাব উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ রবিবার (২৮ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত হলো নরসিংদীর পলাশ থানার জয়নগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০), চরসিন্দুর দক্ষিণ পাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আওলাদ হোসেন (৩৫), চরসিন্দুর মধ্যপাড়ার মনিল চন্দ্র বর্মণের ছেলে উজ্জল চন্দ্র বর্মণ (৪০), বেলাব থানার চর বাঘবের ঝালকান্দা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আরমান হোসেন (৪০), বীর-বাঘবের এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে জসিম (৪০) ও একই এলাকার মৃত মোস্তফার ছেলে আব্দুল কাদির (২০)। নরসিংদী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার এর নেতৃত্বে ও বেলাব থানার অফিসার ইনচার্জ ওসি তানভীর আহমেদসহ গোয়েন্দা পুলিশের একটি টিম বেলাব পোড়াদিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় ওই বাজারের সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন বট গাছের নিচে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে ১টি রিভলবার, ১ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি লোহার তৈরী চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ১টি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ১টি সেলাই রেন্স ও ১টি মাতুল সহ তাদের গ্রফতার করেন।জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়,তারা পরস্পর সহযোগীতায় বেলাব থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ সমবেত হয়েছিল। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮