বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার লইস্কার বিলে নৌ-দুর্ঘটনায় ২৩ জনের সলিল সমাধি হওয়ার এক বছরেও এ ধরণের দুর্ঘটনা রোধে কার্যকরি কোনো পদক্ষেপ নেওয়া হয় নি। যে কারণে আবারো একই ধরণের দুর্ঘটনার শঙ্কা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় নিজেদের পক্ষ থেকে দেওয়া ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জানান দিতে মানববন্ধন করেছে নদীভিত্তিক সামাজিক সংগঠন ‘নোঙর’। তিতাস নদীর পৌর এলাকার আনন্দ বাজার নৌকাঘাটে শনিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। ২০২১ সালের ২৭ অক্টোবর লইস্কার বিলে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকার ২৩ জনের সলিল সমাধি হয়।
শনিবারের কর্মসূচিতে পুনরায় ছয় দফা দাবি জানানো হয়। এসব দাবিগুলো হচ্ছে, নৌযান নিবন্ধন করা ও নিবন্ধিত নম্বরপ্লেট প্রদর্শিত স্থানে স্থাপন করা, নৌ চালকদের (মাঝি) প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনা, নৌযানে যাত্রী সংখ্যা নির্ধারণ করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো, নৌযানে পর্যাপ্ত বয়া নিশ্চিত করা এবং চালক ও যাত্রীদের সবার জন্য জীবন রক্ষাকারী সরঞ্জাম, লাইফ জ্যাকেট নিশ্চিত করা।
নোঙর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সোহেল আহাদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারন সম্পাদক মো. মনির হোসেন, খেলাঘর এর সাধারন সম্পাদক নীহার রঞ্জনৃ সরকার, সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নূরুল আমিন, খালেদা মুন্নী, হৃদয় কামাল, নাফিজ আহমেদ সেলিম, আজিজুর রহমান, শিপন কর্মকার, নাসিম মিয়া, সুশান্ত পাল, মিজান মিয়া, মুরসালিন আহমেদ চৌধুরী, হৃদয় শাহ। এ সময় বক্তারা অভিযোগ করেন, সেদিনের দুর্ঘটনার পর ছয় দফা বাস্তবায়নে স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮