ডেস্ক নিউজ : সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এর পর ঢাকায় তাকে দাফন করা হতে পারে। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের ইচ্ছা অনুযায়ী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের চেষ্টা চলছে। এ জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করছে তার পরিবার। সেখানে অনুমতি না পাওয়া গেলে বিকল্প স্থানের কথা ভাবা হবে। তবে তাও ঢাকাতেই।
বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মাহবুব তালুকদারের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদারের মরদেহ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন মাহবুব তালুকদার। বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মাহবুব তালুকদার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শব্দসৈনিক হিসেবে। স্বাধীন বাংলাদেশে তিনি যোগ দেন সরকারি চাকরিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গভবনে চারজন রাষ্ট্রপতির অধীনে তিনি কাজ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯