শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : চা শ্রমিকদের ১২০ টাকা থেকে দৈনিক মজুরি ৩০০টাকা করার ন্যায্য দাবির প্রতি একাত্ত্বতা পোষন করে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। কারণ বর্তমানে দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি থাকায় ১২০ টাকা মজুরি দিয়ে পরিবার চালাতে হিমশীম খেতে হচ্ছে চা শ্রমিকদের। ১২০ টাকা দিয়ে বর্তমান বাজারে দুই/তিন কেজি চাল কেনা যায়। মানবিক বিবেচনায় চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকা বৃদ্ধি করার দাবী সরকার সহ মালিকপক্ষকে মেনে নিতে হবে। শ্রমিক বাঁচাতে ও জীবন বাঁচাতে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া, জুম্মান খান কানু, সদস্য আব্দুল কাদির, মোহাম্মদ ইসমাইল, আক্তার মিয়া, নুরুল আমিন, মুক্তার আলী, বেলাল হোসেন, কালা মিয়া, মজনু প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৯