ডেস্কনিউজঃ রাজধানীর বিজয়নগরের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই ভবনে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর দেওয়ান আজাদ ইত্তেফাক অনলাইনকে জানান, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু জায়গায় আগুন এখনো জলছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।
এর আগে, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগরের একটি ভবনে আগুন লাগার সংবাদ পাই। ওই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই দফায় তিনটি ও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
কিউএনবি/বিপুল/২৪.০৮.২০২২/রাত ১১.৫৭