বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আস্থা বজায় রেখে মানসম্মত উন্নত চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড। ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে স্থানীয় সুর-সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, চলতি সপ্তাহে হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ সময় তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার এ. কে. এম. সাহেদ হোসেন, মিডিয়া কো-অর্ডিনেটর মো. সাহেদ হোসেন, সহকারি ম্যানেজার মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, মূলত সেবার চিন্তা থেকেই প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৪