বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিনা বাধায় ব্রাহ্মণবাড়িয়াতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ভাদুঘরে ১২নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে জ¦ালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যাকান্ডোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা এ সরকারকে ব্যর্থ সরকার হিসেবে আখ্যায়িত করেন।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৪