অভিযান সূত্র জনায়, দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীদেরকে জরিমানা করা হয়। এর মধ্যে আনন্দবাজারের চাল ব্যবসায়ি আব্দুর রহিমকে ৫০ হাজার, সঞ্জয়কে এক হাজার, মুদি দোকানী রঞ্জন পালকে দুই হাজার, নূর মিয়াকে দুই হাজার, সড়ক বাজারের অমৃত হোটেলকে ১০ হাজার, মহাদেবপট্টির মিষ্টি দোকানী সতীশ সাহাকে পাঁচ হাজার, নারায়ণ মোদককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮