ডেস্কনিউজঃ মিসরের রাজধানী কায়রোতে একটি চার্চে আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু এবং আরো ৫৫ জন আহত হয়েছে।
ইমবাবা এলাকার আবু সিফিন কপটিক চার্চে রোববার এই আগুন লাগে।
দুটি নিরাপত্তা সূত্র জানায়, বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ওই সময় চার্চটি প্রায় পাঁচ হাজার লোক সমবেত হয়েছিল। আগুনের পর ছোটাছুটিতে পদদলিত হয়ে অনেকে হতাহত হয়।
সূত্র : আল জাজিরা
কিউএনবি/বিপুল/১৪.০৮.২০২২/ সন্ধ্যা ৬.২০